এফিলিয়েট মার্কেটিং?

এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি অনলাইন আয়ের মাধ্যম যেখানে আপনি অন্য কোনো কোম্পানির পণ্য বা সেবা প্রচার করেন, আর সেই পণ্য বিক্রি হলে বা সেবা ব্যবহার হলে আপনি কমিশন পান। সহজভাবে বললে—আপনি ব্র্যান্ড আর কাস্টমারের মধ্যে “সেতুবন্ধন” তৈরি করেন, আর এর বিনিময়ে আয় করেন।

কীভাবে কাজ করে

 হাজাতের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদান করুন
জয়েন করার জন্য লিংকে ক্লিক  Join Now   করে আপনার ইনফরমেশন এড করেন।

  • অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড 

           প্রোগ্রামে যোগ দেওয়ার পর আপনাকে একটি ড্যাশবোর্ড দেওয়া হবে ওখান থেকে এফিলিয়েট  ট্র্যাকিং লিঙ্ক জেনারেট করতে পারবেন। এই লিঙ্ক                   দিয়ে কেউ কিনলে কমিশন পাবেন।

  • পণ্য প্রচার করুন
     ব্লগ, ইউটিউব, ফেসবুক, হোয়াটসএপ, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম, বা ইমেইল মার্কেটিং—যে কোনো মাধ্যমে লিঙ্ক শেয়ার করতে পারেন।

  • কমিশন উপার্জন করুন
    কেউ আপনার লিঙ্ক দিয়ে কিনলে সেল ট্র্যাক হবে এবং নির্দিষ্ট হারে কমিশন আপনার অ্যাকাউন্টে যোগ হবে।

হাজাত এর এফিলিয়েট প্রোগ্রাম থেকে প্রতি প্রোডাক্টর এর জন্য মার্কেটিং কমিশন  পাবেন ৫ থেকে ১০% পর্যন্ত কমিশন ।

এই মার্কেটিং কমিশন দিয়ে আপনারা আমাদের সাইট থেকে যে কোন কিছু কেনাকাটা করতে পারবেন  অথবা ১০০০ টাকা ব্যালেন্স জমা হলে আপনি আপনার ব্যাংক ও মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেটে) টাকা উইথড্র করতে পারবেন সহজেই ।

সুবিধা

  • নিজের পণ্য লাগবে না।

  • কম খরচে শুরু করা যায়।

  • ঘরে বসে কাজ সম্ভব।

  • স্কেল করা সহজ (বেশি কনটেন্ট, বেশি আয়)।

কিভাবে হাজাত এর  এফিলিয়েট প্রোগ্রাম কাজ করে ?

কিভাবে সহজে কাজ করতে পারেন সেটার ভিডিও টিউটেরিয়াল দেখে সহজেই শিখতে পারবেন। কোন কিছু না বুঝলে আমাদের সরাসরি ম্যাসেজ বা কল করতে পারবেন। যোগাযোগের নাম্বার:  +8801612871848

  • ১ম ধাপ: রেজিস্ট্রেশন নাম, ইমেইল, মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন।
  • ২য় ধাপ: রেজিস্ট্রেশন এর পর ইমেইল ভেরিফিকেশন করবেন । এডমিন আপনার এপ্লিকেশন দেখে সব ঠিক থাকলে এপ্রুভ করে দিবে।
  • ৩য় ধাপ: আপনার ড্যাশবোর্ড এ লগিন করবেন। ওখানে আপনার সব অপশন পাবেন। Affiliate Tools থেকে Affiliate Link ক্লিক করে আপনার ট্র্যাকিং লিংক জেনারেট করবেন । এই লিংক শেয়ার বা কাউকে সেন্ড করলে সে ওই লিংক ব্যবহার করে কিছু কিনলে আপনার কমিশন আপনার একাউন্ট জমা হবে ওর্ডার প্রসেস ফুল কমপ্লিট হওয়ার পর।

শীগ্রই ভিডিও টিউটেরিয়াল দেওয়া হবে